আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় পার্লামেন্টের প্রধান ডেভিড সাসোলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। সাসোলির মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শরীরের ইমিউন সিস্টেম নিয়ে মারাত্মক জটিলতা দেখা দেওয়ার পর গত মাসে ইতালির একটি হাসপাতালে ভর্তি করা হয় ডেভিড সাসোলিকে। মঙ্গলবার সেখানেই তিনি মারা যান।
সাবেক সাংবাদিক ও মধ্য-বামপন্থি ইতালীয় এই রাজনীতিক গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ ছিলেন এবং এই সময়ে তার সকল দাফতরিক কর্মকাণ্ড বাতিল করা হয়।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্টের মুখপাত্র রবার্তো কুইল্লো জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরের দিকে ইতালির আভিয়ানোর একটি হাসপাতালে মারা যান ডেভিড সাসোলি।
এর আগে গত সেপ্টেম্বরে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাসোলিকে। গুরুতর অসুস্থ ইউরোপীয় পার্লামেন্টের এই প্রধানকে সেসময় নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়েছিল।
বিবিসি বলছে, সংবাদ পাঠক হিসেবে কাজ করা সাবেক এই সাংবাদিক ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসন বিশিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০০৯ সালে তিনি সাংবাদিকতা ছেড়ে দেন এবং একই বছর ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্ট জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সংসদীয় ইউরোপীয় প্রতিষ্ঠান। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন সাথে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণয়নকারীর ভূমিকা পালন করে।
পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসন সংখ্যা ৭০৫টিতে নেমে আসে।
বিএসডি/এসএ