নিজস্ব প্রতিবেদক
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়টির ৬ শিক্ষার্থীকে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’ দিয়েছে। জানুয়ারি ২০২৫ সেমিস্টারে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ জিপিএ অর্জনের জন্য শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
গত ২৬ জুন বিকেলে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. সুহাদা ওথমান। এছাড়া ইউনিভার্সিটির ১০টি স্টুডেন্ট ক্লাবের প্রেসিডেন্টকেও ক্রেস্ট প্রদান করেন তিনি।
ব্রান্ড অ্যাম্বাসেডর ৬ শিক্ষার্থী হলেন- ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের ওয়ারিশা খান সায়না, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের চৌধুরী উম্মে হানী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের শিক্ষার্থী তাহসিন নাওয়ার, ফ্যাকাল্টি অব হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের মো. ইব্রাহিম ইফতি, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ডিজাইনের ঐশ্বর্য্য পাল অর্পণ এবং স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজের শিক্ষার্থী আবু জাহিদ মজিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড অব ডিরেক্টরসের সদস্য (পরিচালক) আনিজা পারভীন। এছাড়া চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য দেন।
মালয়েশিয়ার হাই কমিশনার মোহা. সুহাদা ওথমান ব্রান্ড অ্যামাবাসেডর অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের এই সম্মান অর্জন কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের ফল। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনারা এখন ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবেন এবং একই সঙ্গে নেতৃত্বেরও বিকাশ ঘটাবেন।
তিনি আরও বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন নিবিড় ও গভীর তেমনি দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বন্ধনও অত্যন্ত সুদৃঢ়।
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্য আনিজা পারভীন তার স্বাগত ভাষণে বলেন, প্রথমবারের মতো ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। এর মাধ্যমে আগামীদিনের স্বপ্নপূরণ, ভবষ্যিৎ নেতৃত্বের বিকাশ এবং ইউনিভার্সিটি জীবনকে আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
তিনি আরও বলেন, ব্রান্ড অ্যাম্বাসেডর কেবল একটি পুরস্কার নয়, এটা নেতৃত্ব, একটি রোল মডেল যারা ইউসিএসআই ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করবেন।
চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও একাডেমিক এক্সিলেন্সের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, কঠোর অধ্যবসায় তাদের বিশ্বমঞ্চে নিয়ে যাবে।
প্রভোস্ট চ্যান জো জিম গুণগত ও আধুনিক বিশ্বমুখী শিক্ষার প্রসারে ইউসিএসআই ইউনিভার্সিটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্রান্ড অ্যাম্বাসেডরদের পক্ষ থেকে ওয়ারিশা খান সায়না এবং স্টুডেন্ট ক্লাব প্রেসিডেন্টদের পক্ষ থেকে ইমবিসাত মাওহাব হামজা বক্তব্য দেন। তারা বলেন, এই সম্মান তাদের ভবিষ্যৎ নেতৃত্ব ও দায়িত্ব সম্পর্কে আরও বেশি সচেতন করবে।