আন্তর্জাতিক ডেস্ক:
ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সহিংসতায় ১৩ জন বন্দির প্রাণ চলে গেছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ই্কুয়েডরের সান্তো ডোমিঙ্গো শহরের একটি কারাগারে ঘটনাটি ঘটেছে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসোর রক্ষণশীল সরকার কারাগারের সহিংসতার জন্য এলাকা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারের রুট নিয়ে গ্যাংদের মধ্যে লড়াইকে দায়ী করেছে।
২০২১ সালে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির প্রাণহানির ঘটনা ঘটেছিল। দেশটির কারাগার সংস্থা এসএনএআই এক টুইট বার্তায় বলেছে, পুলিশ এবং সশস্ত্র বাহিনী কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে। এর আগে ঘটনাটিকে তারা ‘বিরোধ’ বলে অভিহিত করেছিল।
সংস্থাটি আরো বলেছে, দুর্ভাগ্যবশত সহিংসতায় এখন পর্যন্ত ১৩ জন বন্দি মারা গেছে এবং দুজন আহত হয়েছে। হতাহতের চূড়ান্ত সংখ্যা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।
বিএসডি/ এমআর