আন্তর্জাতিক ডেস্ক:
৭২ ঘণ্টার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলীয় গ্যাস কমপ্লেক্স লক্ষ্য করে তৃতীয় শক্তিশালী রকেট হামলার ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আমিরাতি মালিকানাধানী গ্যাস ক্ষেত্রের কাছেই এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি কোম্পানি দানা গ্যাসের মালিকানাধীন ‘মোর গ্যাস’ কমপ্লেক্সকে লক্ষ্য করে কাতিউশা রকেট ছোড়া হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা সেদিক মোহাম্মদ। তিনি বলেন, ‘রকেটটি কমপ্লেক্সের ৫০০ মিটার বাইরে আঘাত হানে। এখনও হামলার দ্বায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী’।
কুর্দি অধ্যুষিত ইরাকের উত্তরাঞ্চলীয় বিদেশি এবং সরকারি গ্যাস ক্ষেত্রগুলো লক্ষ্য করে প্রায় সময় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পেছনে ইরান সমর্থিত স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত রয়েছে বলে দাবি করে আসছে বাগদাদ।
বিএসডি/ফয়সাল