আন্তর্জাতিক ডেস্ক:
ইরানি রেড ক্রিসেন্টের জরুরি কার্যক্রম–বিষয়ক প্রধান মেহদি ভালিপুর বলেন, ট্রেনটিতে ১১টি বগি আছে। বুধবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এর ৫টি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ জানতে বিচারিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাবাসের প্রসিকিউটর।
২০১৬ সালে ইরানের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষের পর আগুন ধরে গেলে ৪৪ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানি রেলওয়ের তখনকার প্রধান পদত্যাগ করেন এবং রেলওয়ের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিএসডি/ এমআর