নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে পতাকাকাণ্ডে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরে তার কাছে অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন মো. ফিরোজ খান। নগরীর উত্তর মোহরা এলাকায় তার বাড়ি। গত ৩০ অক্টোবর রাতে নগরীর কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা করেন তিনি।3
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশে গত ২৫ অক্টোবর নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলন করে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এ ঘটনা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের শামিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে শ্রেণি বিদ্বেষের জন্ম হয়েছে এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও রাষ্ট্রদোহীতার অপরাধ করেছেন। এ মামলা দায়েরের পর সনাতনী সমাজের লোকজনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার চেরাগী পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সনাতনী জাগরণ মঞ্জ। সমাবেশ থেকে ৪ নভেম্বরের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, তিনি চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাকে অব্যাহতি দিয়ে মো. গিয়াস উদ্দিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের নম্বরে ফোন দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।