নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে আগামীকাল শনিবার (১৭ মে) এবং পরবর্তী শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।
সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির ভারসাম্য রক্ষা করতে দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ ও ২৪ মে খোলা থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এক অফিস আদেশে জানিয়েছে, ওই দুই দিন আঞ্চলিক কেন্দ্রসহ মূল ক্যাম্পাসের কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, অতিরিক্ত ছুটির কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত এড়াতে ওই দুই শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, এনটিআরসিএ, এনসিটিবি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে।