আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া কমপক্ষে একটি দূরপাল্লার এবং দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বা জেসিএস।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এর মধ্যে অন্তত একটি ছিলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় যৌথ বিমান মহড়ার পর উত্তর কোরিয়া বুধবার একদিনেই সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর জবাবে সিউলও নিজস্ব তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
বৃহস্পতিবার ভোরে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপান সরকার দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকায় নজিরবিহীন সতর্কতা জারি করা হয়।
টোকিও প্রাথমিকভাবে বলেছে, ক্ষেপণাস্ত্র জাপানের ওপর দিয়ে চলে গেছে। কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পরে বলেন, এটা জাপান অতিক্রম করেনি তবে জাপান সাগরের ওপর এসে অদৃশ্য হয়ে গেছে।
বিএসডি/এফএ