প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষার প্রসারে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন অনুসরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা চাইলে আগামী নির্বাচনে সবাই মিলে নৌকায় ভোট দিতে হবে।
শনিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল ফাজিল মাদরাসার চার তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও সীমানা প্রাচীরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, সরকারের নানামুখী কার্যক্রম বাস্তবায়নের কারণে দেশে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ৯৮ দশমিক ২৫ শতাংশে উন্নীত হয়েছে। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা গেল ১৫ বছরে দ্বিগুণ হয়েছে।
বারহাল ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা গোলাম করিম শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার তাহমিলুর রহমান, ইমরান আহমদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, মন্ত্রী এর আগে সকাল ৯টায় আটলিহাই-নাইন্দা হাওর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন। এতে ব্যয় হবে আড়াই কোটি টাকা।
বিএসডি / এলএম