কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপ-নির্বাচনে দায়িত্ব পালন করতে এসে পুলিশের প্রায় দেড়শতাধিক সদস্য একসঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় স্থানীয় একটি রেস্তোরাঁর খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।
অসুস্থ পুলিশ সদস্যদের তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সময় গুরুতর অসুস্থ ৪৮ জন পুলিশ সদস্যকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাত প্রায় ১টার দিকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাবতীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে উপস্থিত হন জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।