ক্রীড়া ডেস্ক,
চেলসির বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে ইতালীর আন্তর্জাতিক ফুটবলার জর্জিনহোও এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের পথে এগিয়ে রয়েছেন।
২০২০-২১ মৌসুমটি আলাদা ভাবে কাটিয়েছেন এই মিডফিল্ডার। তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপীয় সুপার কাপ জয়ের পাশাপাশি জয় করেছেন ইতালির হয়ে উয়েফা ইউরো ২০২০ এর শিরোপাও। এসব সফলতা তাকে সম্ভাব্য ব্যালন ডি’অর খেতাব প্রাপ্তির ফ্রেমেও আসন দিয়ে রেখেছে। এই মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড়ের খেতাবের জন্যও তিনি এখন অন্যতম দাবীদার।
মিড ফিল্ডার ক্যাটাগরিতে ওই খেতাবের জন্য তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে যাচ্ছেন তার চেলসি সতীর্থ এনগোলো কনটে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা।
পজিশন ক্যাটাগরিতে ২০২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়াদের তালিকা:
গোল রক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), এডারসন (ম্যানসিটি) ও এডুয়ার্ড মেন্ডি (চেলসি)।
ডিফেন্ডার: সিজার এসপিলিকুয়েটা (চেলসি), রুবেন দিয়াজ (ম্যানসিটি) ও এন্টনিও রুডিজার (চেলসি)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), জর্জিনহো (চেলসি) ও এনগোলো কনটে (চেলসি)।
ফরোয়ার্ড: আর্লিং হালান্ড (ডর্টমুন্ড), রবার্ট লিওয়ানদোস্কি (বায়ার্ন) ও কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)।
বিএসডি/আইপি