নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাসে চরআগস্তি খালের উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে প্রতিনিয়ত ৮ গ্রামের প্রায় ২২ হাজার মানুষ চলাচল করছেন। সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুঁকি চলাচল করছে এলাকাবাসী।
জানা গেছে, স্থানীয় সরকার অধিদফতর ২০০১ সালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের মধ্যবর্তী রোববার বাজার সংলগ্ন চরআগস্তি খালের উপর এ ব্রিজটি নির্মাণ করা হয়। সংস্কারের অভাবে ব্রিজটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। চরআগস্তিসহ অন্যান্য গ্রামের প্রায় ২২ হাজার লোকের চলাচলের একমাত্র উপায় এ ব্রিজটি।
স্থানীয় বাসিন্দা নরজুল ইসলাম বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে এ সড়কের মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরি কোথাও যাওয়া ও রোগী বহন করা এখন খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির এখন এমন অবস্থা হেঁটে পার হওয়াটাও খুবই কষ্টকর। যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ৮ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী বলেন, এ ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে যোগাযোগ করেছি। ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এই এলাকার প্রায় ২২ হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতোমধ্যে ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত প্রকল্প প্রস্তাবটি পাশ হয়ে আসবে।
বিএসডি/ এলএল