স্পোর্টস ডেস্ক
পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি গত কয়েক বছর ধরেই দারুণ ফুটবল খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নও তারা। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে রোববার রাতে ৪-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। এতেই ভেঙে ফেলেছে দুই রেকর্ড।
নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচে চলতি বছর ৩৪তম জয় পেয়েছে তারা। এতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটি ভেঙে দিয়েছে গার্দিওলার দল। এর আগে এই রেকর্ডটি ছিল লিভারপুলের। ১৯৮২ সালে বব পাইসলের অধীনে ৩৩ ম্যাচে জয় পেয়েছিল তারা। নিজেদের রেকর্ডটি অবশ্য আরও বড় করার সুযোগ আছে সিটির সামনে।
এই বছর লেস্টার ও ব্রান্ডফোর্ডের বিপক্ষে ম্যাচ আছে তাদের। নিউক্যাসেলের বিপক্ষে জিতে আরও একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে সিটি। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রথম দল হিসেবে এক পঞ্জিকাবর্ষে প্রতিপক্ষের মাঠে ১৮টি ম্যাচ জেতার কৃতিত্ব দেখিয়েছে তারা।
এর আগে এই রেকর্ডটি ছিল টটেনহ্যাম হপটস্পারের। ১৯৬০ সালে তারা জিতেছিল ১৭টি অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচে চার গোল করার চলতি বছর গার্দিওলার সিটির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৬-এ। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে এত গোল দিতে পারেনি কোনো দল।
নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের মাত্র পাঁচ মিনিটে সিটিকে এগিয়ে দেন রবিন দিয়াজ। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও কানসেলো। বিরতির পর ৬৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন রিয়াদ মাহারেজ। ৮৬ মিনিটে ব্যবধান ৪-০ করেছেন রহিম স্টার্লিং।১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সিটি।
এসএ