ক্রীড়া ডেস্ক,
সূচি অনুযায়ী খেলার কথা ছিল পাঁচ ম্যাচ। সিরিজ শুরুর আগেই করোনা কেড়ে নেয় এক ম্যাচ। আর শুরুর পর বৃষ্টিতে ভেসে গেছে তিন ম্যাচ। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারী পাকিস্তান।
এর আগে, সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। আর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকে পাকিস্তান। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচেও বৃষ্টিতে ভেসে গেলে সেই এক ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজম বাহিনী।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এ দিন খেলা হয়েছে মাত্র ৩ ওভার। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে শেষ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যেখানে ৩ ওভার ব্যাটিং করে ৩০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে ফ্লেচার ১২ বলে ১৭ ও ক্রিস গেইল ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
করোনার প্রভাবে সিরিজ শুরুর আগেই বাতিল হয় এক ম্যাচ। পরে চার ম্যাচের সিরিজ পরিণত হয় চার ম্যাচে।
করোনার পর এবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি বাধায় সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে যায়। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য ইনিংসপ্রতি ৯ ওভারে কমিয়ে আনলেও তা শেষ করা যায়নি। ওয়েস্ট ইন্ডিজ ৯ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান করেছিল। তবে পরে পাকিস্তান আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি।
দ্বিতীয় ম্যাচটিতে অবশ্য বৃষ্টির বাধা দেয়নি। সে ম্যাচে আগে ব্যাট করে ১৫৭ রানের সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫০ রানে। দ্বিতীয় ম্যাচে পাওয়া সেই জয়ই সিরিজ নির্ধারক হয়ে দাঁড়াল বাকি দুটো ম্যাচও পরিত্যক্ত হওয়ায়।
বিএসডি/আইপি