ডেস্ক রিপোর্ট-
এক রাতেই চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। দুই চালানে এসেছে টিকাগুলো। এ নিয়ে সিনোফার্মের মোট ৪০ লাখ ডোজ টিকা দেশে এলো।
শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী প্রথম বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর রাত ৩টায় অবতরণ করে দ্বিতীয় বিমানটি। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. মো. শামসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের ১ কোটি ১১ লাখ ১২ হাজার ৮৫৫ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৮ লাখ ১৩ হাজার ১৫০ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭০৫ জন।
তিনি জানান, প্রথম চালানের ১০ লাখের পর শনিবার দিবাগত রাত ৩টায় আরেকটি বিশেষ ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ টিকা এসেছে।
চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে।
১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আসে ছয় লাখ ডোজ টিকা। সেটিও আসে উপহার হিসেবে। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। উপহার হিসেবে আরও ১০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা আছে।
বিএসডি/এমএম