নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি মেয়েকে বিয়ে করাকে কেন্দ্র করে দুই চাচাত ভাইয়ের সংঘর্ষে সাহার উদ্দীন (৩৫) নামে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুফরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাহার উদ্দীন সম্প্রতি একই গ্রামের তপুর মিয়ার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। একই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন তার চাচাতো ভাই মৃত মনির মিয়ার ছেলে সোয়াই মিয়া (৩০)। সোয়াই মিয়ার সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার সময় বিষয়টি সাহার উদ্দীন জানতে পারেন। সাহার মিয়ার প্রস্তাবের ওপর সোয়াই মিয়া প্রস্তাব দেওয়ায় সাহার মিয়া স্থানীয় লোকজন জড়ো করে গত মঙ্গলবার রাতে বিচারপ্রার্থী হন। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে সাহার উদ্দীন, সাব্বির মিয়া (৪৭), জুনেদ মিয়াসহ (৩০) কয়েকজন আহত হন।
আহত সাহার উদ্দীন প্রথমে রাজনগর ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে বাড়িতে থাকাবস্থায় সাহার উদ্দীনের শরীর খারাপ হলে দ্রুত তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সেখানে যায়। এ ঘটনায় জড়িত সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির মিয়াকে পুলিশ আটক করেছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, পুলিশ সাহার উদ্দীনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
উল্লেখ্য, নিহত সাহার মিয়া এর আগেও একটি বিয়ে ছিল। সে ঘরে তার ৫ বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক বনিবনা না হওয়ায় ৩ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়।
বিএসডি/আইপি