বিনোদন ডেস্ক
হৃতিক রোশান ও সুজান খানের বিবাহবিচ্ছেদের খবর যেন ভক্ত-অনুরাগীদের কাছে ছিল অপ্রত্যাশিত। যদিও বিচ্ছেদের পর যোগাযোগ রয়েছে এ তারকা জুটির। তাদের বিচ্ছেদের আসল কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি কাল রয়েছে হৃতিকের জন্য। আবার ‘কাইটস’ খ্যাত অভিনেত্রী বারবারা মোরের জন্য সংসার ভেঙেছে তাদের।
সেই সময় বাড়ি ছেড়ে দুই পুত্রসন্তানকে নিয়ে হোটেল গিয়ে ওঠেন সুজান। তার মাসকয়েকের মধ্যে বিচ্ছেদ ঘোষণা করেন। এবার সুজানকে নিয়ে মুখ খুললেন হৃতিকের বাবা রাকেশ রোশান।
ছেলে ও প্রাক্তন পুত্রবধূর বিচ্ছেদ প্রসঙ্গে রাঙ্কেশ বলেন, ‘সুজান যে আজ থেকে আমাদের বাড়ি আসছে, তা নয়। ওরা এক সময় স্বামী-স্ত্রী ছিল। কী এক ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে গেল। কিন্তু ও সব সময় আমাদের পরিবারের একজন হয়েই থাকবে।’
প্রসঙ্গত, এক সময় সুজান জানিয়েছিলেন, হৃতিককে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারেন না। কিন্তু বিচ্ছেদের পর নতুন করে প্রেমে পড়েন সুজান। মনের মানুষ খুঁজে পেয়েছেন অভিনেতাও। বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করেছেন হৃতিক-সুজান।