ক্রীড়া ডেস্ক,
অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে উড়ছে না বাংলাদেশ। পা মাটিতেই আছে মাহমুদউল্লাহদের। তৃপ্তির ঢেকুর না তুলে স্বাগতিকরা তাকিয়ে দ্বিতীয় ম্যাচে।
মিরপুরে আজ সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়াকে ফের আতিথেয়তা দেবে বাংলাদেশ। ভুলগুলি শুধরে এ ম্যাচে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ। মঙ্গলবার লো স্কোরিং ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল অন্ধকারে। বোলাররা স্পিনে আলো ছড়িয়ে জিতিয়েছে দলকে। নিজেদের চিরচেনা উইকেটে টাইমিংয়ে গড়বড় করেছেন ব্যাটসম্যানরা। সিঙ্গেলস, ডাবলস বের করতে না পারায় চাপ বেড়েছে প্রবল। বাড়তি ঝুঁকি নিতে গিয়ে পরবর্তীতে উইকেট হারিয়েছে।
সিরিজে আরও চার ম্যাচ বাকি। পরাক্রমশালী অস্ট্রেলিয়া যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সেসব জানা আছে স্বাগতিকদের। এজন্য এক ম্যাচ জিতে তৃপ্তির ঢেকুর তুলছে না দল। মাহমুদউল্লাহর কথাতেই তা স্পষ্ট, ‘এই জয়ে আমরা ভেসে যাচ্ছি না। আমরা জিতেছি, এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন পরের ম্যাচে মনোযোগ দেওয়া।’
বিএসডি/আইপি