ক্রীড়া ডেস্ক,
আগেই খবর শুনা যাচ্ছিলো বায়োপিক হচ্ছে সৌরভ গাঙ্গুলীর। এবার সেই খবরের সত্যতা মিলল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট ও সাবেক ভারতীয় অধিনায়কের জীবনের গল্প দেখা যাবে রুপালি পর্দায়।
জানা যায় বলিউডের সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান লাভ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে সৌরভ গাঙ্গুলীর জীবনের গল্প নিয়ে করা এই চলচ্চিত্র।
সৌরভের বাস্তব জীবনের গল্প পর্দায় তুলে আনছে প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস। মঙ্গলবার সেই সংস্থার সঙ্গে বায়োপিকের চুক্তি সই করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।সিনেমাটির প্রযোজনায় থাকবেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা লাভ রঞ্জন।
রুপালি পর্দায় নিজের জীবনের গল্প আশায় খুশি সৌরভ। টুইটারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটা সময় ক্রিকেটই আমার সবকিছু ছিল।
ক্রিকেটই আমাকে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। লাভ ফিল্মসকে ধন্যবাদ আমার এই যাত্রাকে বড় পর্দায় তুলে ধরার জন্য।’
নির্মাতা লাভ রঞ্জনও প্রিন্স অব ক্যালকাটাকে নিয়ে সিনেমা বানাতে পেরে নিজেকে ধন্য মনে করছেন।
সৌরভকে ধন্যবাদ জানিয়ে তিনি টুইট করেন, ‘লাভ ফিল্মস পরিবারে দাদাকে পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।
আপনার জীবনকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
ভারতের অধিনায়ক হওয়া থেকে শুরু করে বিসিসিআই সভাপতির দায়িত্ব লাভ, অজানা গল্পের অনেক কিছুই থাকবে চলচ্চিত্র নির্মাতা লাভ রঞ্জন এর করা এই বায়োপিকে।
যদিও সিনেমাটিতে সৌরভের চরিত্রে দেখা যেতে পারে হৃত্বিক রোশন অথবা রণবীর কাপুর তবে তা এখনো নিশ্চিত করেনি লাভ ফিল্মস।
এর আগে গাঙ্গুলী তার চরিত্রে কাকে দেখতে চান। সেই ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন। যে তিনি বলিউড তারকা রণবীর কাপুরকে তার চরিত্রে দেখতে চান।
জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে সিনেমা নির্মাণ বলিউডে এটা নতুন কিছু নয়।
আগেও মহেন্দ্র সিং ধোনি, মিলখা সিং, মেরি কম, মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে সিনেমা নির্মিত হয়েছে ।
নিজের দীর্ঘ খেলোয়াড়ী জীবনে কোটি ভক্তের হৃদয় জয় করা সৌরভের এই বায়োপিক নিশ্চিতভাবেই আগের সবগুলো সিনেমার চেয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।
বিএসডি/এএ