জ্যেষ্ঠ প্রতিবেদক:
ফুটবল, ক্রিকেটের ব্যর্থতার মধ্যে ক্রীড়াঙ্গনে আশার বাণীই যেন বয়ে আনল আরচ্যারি। এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে মহিলা রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছে।
আজ সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ হারায় ভিয়েতনামকে। এশিয়ান আরচ্যারিতে এটাই বাংলাদেশের প্রথম পদক।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। যদিও সেমিফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার কাছে হেরে যায়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের নিকট পরাজিত হয়।
রিকার্ভ মহিলা দলগতের পর পুরুষ দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পদক এসেছে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রুমান-রুবেল-রামকৃষ্ণ সাহা।
বাংলাদেশের পদক জয়ের আশা অবশ্য এখানেই শেষ হয়ে যায়নি। দিয়া ও রুবেল রিকার্ভ মিশ্র ইভেন্টে স্বর্ণের জন্য লড়বেন।