নিজস্ব প্রতিনিধি,
ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে সাকিব এখন সেরা দশে, ব্যাটিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। অলরাউন্ডারের তালিকায় সাকিব আগে থেকেই আছেন শীর্ষে।
সদ্য শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে সাকিবের শিকার ৮ উইকেট। সাকিবই ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এতেই ওয়ানডে বোলারদের তালিকায় সাকিব উঠে এসেছেন ৮ নম্বরে।জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানখরা থেকেও বেরিয়ে এসেছেন সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের ছোট্ট ইনিংসেই ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের ৯৬ রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশকে চাপের মুখেও ম্যাচ জেতাতে সাহায্য করে।
গতকাল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের ৩০ রানের ইনিংসেও ছিল আত্মবিশ্বাসের ছোঁয়া। ব্যাটিং উন্নতি করে সাকিব র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ, তাঁর অবস্থান এখন র্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে।