খেলাধূলা প্রতিনিধি:
আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে অস্ট্রেলিয়ার প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে। তবে পরিবার ও কাছের মানুষরা তাদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানালেন কালই।
মেলবোর্নের সেইন্ট কিন্ডা ফুটবল ক্লাবে আয়োজিত পারিবারিক শেষকৃত্য অনুষ্ঠানে ওয়ার্নের তিন সন্তান জ্যাকসন, ব্রুক, সামার, বাবা-মা কিথ ও ব্রিজেটসহ মোট ৮০ জন উপস্থিত ছিলেন। পরিবার ও কাছের মানুষদের পাশাপাশি ওয়ার্নের সাবেক সতীর্থ মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রা, ইয়ান হিলি, মার্ভ হিউজ, মাইকেল ক্লার্ক ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনও ছিলেন শেষকৃত্যে।
থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে গত ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সর্বকালের সেরা লেগ-স্পিনারের। তাকে শেষ বিদায় জানাতে অস্ট্রেলিয়ায় আসতে না পারায় হৃদয় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ওয়ার্নের সাবেক প্রেমিকা ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি।
শেষকৃত্যে স্তুতি বাক্য পাঠ করেছেন ওয়ার্নের বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগ্যায়ার। ওয়ার্ন যেভাবে জীবনকে উপভোগ করেছেন, শেষ বিদায়েও ছিল তার ছোঁয়া। তার সম্মানে অতিথিরা গলা ভেজান। শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন ওয়ার্নের ছেলে জ্যাকসন। ওয়ার্নের দেহ কফিনবন্দি করেই রাখা ছিল। কফিন নিয়ে পরিবারের সদস্যরা মাঠ প্রদক্ষিণের সময় নেপথ্যে বাজছিল ডার্টি ড্যান্সিং সিনেমার সেই বিখ্যাত গান ‘দ্য টাইম অফ মাই লাইফ’।
বিএসডি/ এমআর