স্পোর্টস ডেস্ক,
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের করোনা সংক্রান্ত প্রভাব পড়লো আসন্ন পাকিস্তান সিরিজেও। চলমান অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের একটি ম্যাচ বাতিল হয়েছে একজন করোনা আক্রান্ত হওয়ায়। তার প্রভাবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেলো ৪ ম্যাচের!
চলমান সিরিজে করোনা আক্রান্ত হয়েছেন ক্যারিবীয় শিবিরের একজন স্টাফ। দুই দিন আগে পজিটিভ হওয়ায় বাধ্য হয়েই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেটি স্থগিত করা হয়েছিল। একটি দিন নষ্ট হওয়াতে এর প্রভাবটা গিয়ে পড়েছে আসন্ন পাকিস্তান সিরিজে। এর ফলে সিরিজটি মাঠে গড়াবে একদিন পর ২৮ জুলাই। এ কারণেই টি-টোয়েন্টি সিরিজ হয়ে যাচ্ছে ৪ ম্যাচের।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেছেন, ‘পিসিবির সঙ্গে মিলে আমরা অনেকগুলো বিষয় পরীক্ষা করে দেখেছি। তার পরেই মিলিতভাবে প্রথম টি-টোয়েন্টিটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে সিরিজটি ৪ ম্যাচের করার সিদ্ধান্ত নিয়েছি।’
সিরিজটি শুরু হবে ২৮ জুলাই। ৩১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি, ১ আগস্ট তৃতীয় ও ৩ আগস্ট চতুর্থ ম্যাচ। ১২ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২০ আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বর্তমান সময়/আইপি