খেলাধূলা প্রতিনিধি:
ডারবানে জিতলে হবে ইতিহাস। আফ্রিকায় ইতিহাস গড়তে হলে টাইগারদের দিতে হবে কঠিন পরীক্ষা। ২৭৪ রান তাড়ায় ৮ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ পারবে কি সেই ইতিহাস গড়তে?
এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকায় এবারের সফরের আগে কোনো ফরম্যাটেই স্বাগতিকদের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। ২০ বছর পর আফ্রিকার মাঠে ওয়ানডে ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়ে টাইগাররা।
ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। ডারবানে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় টাইগাররা।
শনিবার দিনের শেষ মুহূর্তে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
রোববার চতুর্থ দিনে এক উইকেটে ১১৬ রান করা প্রোটিয়া দলটি এরপর মাত্র ১০ রানে হারায় ৩ উইকেট। এরপর ৭৬ রান তুলতে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
৭ উইকেটে ২০২ রান করা দলটি এরপর মাত্র ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারায়।
প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমেই একের পর এক উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বিকালে ৬ ওভারে মাত্র ৮ রান তুলতেই টপঅর্ডার তিন ব্যাটারের উইকেট হারায় বাংলাদেশ। আলোর স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ বিকালের ২০ ওভারের খেলা হয়নি।
ডারবান টেস্টে ঐতিহাসিক জয়ে পেতে হলে সোমবার শেষ দিনে বাংলাদেশকে আরও ২৬৩ রান করতে হবে। হাতে আছে ৭ উইকেট।
বিএসডি/ এমআর