নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার এসব ইউনিয়নে মোট ৪৯ হাজার ২শ ৫৫জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।
খাগড়াছড়ি সদর, পেরাছড়া, কমলছড়ি, গোলাবাড়ি ও ভাইবোনছড়া এই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সব ইউনিয়নেই রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফলে আজ অনেকটা কঠিন চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন দলের প্রার্থীরা। এছাড়া ১৪১জন সাধারণ ও ৩৯জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী দায়িত্বে কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ছাড়াও বিজিবি, র্যাব, একাধিক জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছে। প্রচণ্ড শীত উপেক্ষ করে ভোটাররা ভোট দিচ্ছেন।
বিএসডি /আইপি