লক্ষ্মীপুর প্রতিনিধি:
বৈশ্বিক করোনা সংক্রমণ প্রতিরোধ ও মোকাবিলায় সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর কমলনগরে ৯ টি ইউনিয়নে ৩টি পয়েন্টে চলছে গণটিকা কার্যক্রম। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে এ গণ-টিকার কার্যক্রম শুরু হয়। আগামী ২৬ ফেরুয়ারি পর্যন্ত চলবে এই গণটিকা কাযক্রম।
উপজেলার ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩ টি করে মোট ৩৭ কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু করেন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকাগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ প্রাথমিক স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে এই গণটিকা কার্যক্রম। গণটিকা কার্যক্রম শুরু থেকেই টিকাদান কেন্দ্র গুলো পরিদর্শন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ কামরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবু তাহের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ আবু তাহের বলেন, সরকারি নিদের্শনা মেনে কমলনগরে লক্ষ মাত্রা পূরনে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। এছাড়াও ২য় ও বুস্টার ডোজ চলবে যথারীতি কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে।
বিএসডি/ এলএল