সাভার প্রতিনিধিঃ
দেশের সকল পর্যায়ের জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিক গুলোতে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করেছে সরকার। আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে এ ক্যাম্পেইন।
সরেজমিনে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক গুলোতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই লম্বা সিরিয়ালে দাড়িয়ে আছে মানুষ। টিকা দেওয়ার জন্য তারা দূর থেকে ছুটে আসছে কমিউনিটি ক্লিনিকে। তাদের মধ্যে বয়স্ক পুরুষ ও মহিলাদের সংখ্যা ছিল বেশী। টিকা দেওয়ার জন্য তাদেরকে আর দূরে যেতে হচ্ছে না। বাড়ির পাশে টিকা দিতে পেরে অনেকেই খুশি।
টিকা নিতে আসা রমিজউদ্দীন বর্তমান সময় কে বলেন, সকাল থেকে সিরিয়ালে দাঁড়ায় ছিলাম। অবশেষে টিকা দিতে পেরেছি। একটু ব্যাথাও পাইলাম না। যাইহোক টিকা দেওয়ার জন্য সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে হয় নাই। এইখান থেকে টিকা দিয়ে ভালোই হইছে আমার। তখন আম্বিয়া খাতুন নামে এক বয়স্ক মহিলা বলেন, সকালে আইসা দেখি লম্বা সিরিয়াল। আমি বয়স্ক দেইখা আমারে আগে দিয়া দিছে। একটু ব্যাথাও পাই নাই। এসময় ফাহিম হোসেন বর্তমান সময় কে বলেন, আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি টিকা কেন্দ্রে যেতে পারিনি। কালকে রাতে শুনলাম আমাদের কমিউনিটি ক্লিনিকে নাকি টিকা দেওয়া হবে। আজকে এইখানে টিকা দিতে আসছি। বিশাল লম্বা সিরিয়াল দেখা যায়। শুনলাম টিকা নাকি পাঁচশ আসছে। এখানে মানুষ দেখা যায় অনেক। মানুষের তুলনায় টিকার পরিমাণ কম। একটু অপেক্ষা করে দেখি আজকে টিকা দিতে পারি কিনা। স্বাস্থ্যসেবা কর্মী নাসিমা আক্তার বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রতিদিন পাঁচশ জনকে টিকা দেওয়া হবে। অনেকেই এখনো টিকা দিতে পারে নি। তাদের সকলকে করোনার টিকার আওতায় আনতে কমিউনিটি ক্লিনিক গুলোতে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। যারা সকাল থেকে আসছে টিকা দেওয়ার জন্য সিরিয়াল দাঁড়িয়ে আছে, তাদেরকে আগে দেওয়া হয়েছে। এছাড়া বয়স্ক, প্রতিবন্ধীদের মধ্যে যারা এখানো টিকা দিতে পারে নি তাদেরকে সিরিয়াল ছাড়াই দিয়ে দেওয়া হয়েছে।
এর আগে,গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশের সব কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে। যারা নিবন্ধন করে এখনো টিকা দিতে পারেনি তাদেরকে দেওয়া হবে। এ ক্যাম্পেইনে সবাইকে সিনোফার্মের টিকা দেয়া হবে। দেশের প্রায় ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে দিনে অন্তত পাঁচশ জনের শরীরে টিকা প্রয়োগ করা হবে।
বিএসডি / আইকে