দেশে করোনার ছোবল যেন কমছেই না। এর প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনেও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক আকরাম খান।
বেশ কিছুদিন ধরেই কিছুদিন ধরেই শরীরে উপসর্গ ছিল তার। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুরের কার্যালয়ে আসেননি তিনি। গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে, বর্তমান পরিস্থিতির কারণে এড়িয়ে গেছেন। অবশেষে টেস্ট করে জানা যায়, করোনায় আক্রান্ত তিনি।
বিষয়টি নিশ্চিত করে আকরাম খান বলেন, ‘গতকাল টেস্ট করিয়েছিলাম। রাতেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ এসেছে। এখন বাসায়ই আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছি। দোয়া করবেন আমার জন্য।’
দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হন বিসিবি প্রধান পিস কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় ফেরার টিকিট কাটলেও ঢাকায় বন্দী হয়ে গেলেন তিনি! ভারতে লিজেন্ডস টুর্নামেন্ট খেলতে গিয়ে আক্রান্ত হন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। পরে সুস্থ হয়ে মাঠে ফেরেন তিনি।