নিজস্ব প্রতিবেদক,
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করে ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১২ দশমিক ৯৮ শতাংশ।
সোমবার (১৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এদিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ২ জন এবং উপজেলা এলাকায় ৫ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১২৮ জন।
এদিকে তিনদিন বন্ধ থাকার সোমবার (১৬ আগস্ট) থেকে আবারও শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। তবে এদিন দেওয়া হবে সিনোফার্মের প্রথম ডোজ এবং মডার্নার টিকার দ্বিতীয় ডোজ। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যথারীতি চলবে।
বিএসডি/আইপি