নিজস্ব প্রতিবেদক,
করোনাকালে কঠোর লকডাউন চলাকালে অলিগলির দোকান খোলা, মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধসহ নাগরিক সচেতনতা সৃষ্টিতে প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
এসব স্বেচ্ছাসেবককে করপোরেশনের পক্ষ থেকে পরিচয়পত্র, নির্দিষ্ট পোশাক দেওয়া হবে।
সম্মানী-ভাতা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। তাদের নিয়োগসহ তদারকির জন্য গঠিত হয়েছে ৬ সদস্যের কমিটি।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
কমিটিতে সদস্য করা হয়েছে- ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোবারক আলী, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিকের সচিব খালেদ মাহমুদ ও মেয়রের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মুহাম্মদ আবুল হাশেমকে।
মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুর্যোগকালীন ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে ‘আর্বান কমিউনিটি ভলেন্টিয়ার’দের একটি টিম গঠন করা হবে। এটা দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও দুর্যোগ ব্যবস্থাপনা আইনেও উল্লেখ আছে। প্রতিটি ওয়ার্ডে ২০০ জন করে ভলান্টিয়ার রাখা যাবে। ওয়ার্ডের পরিধি অনুযায়ী প্রাথমিকভাবে ২৪-৩৫ জন স্বেচ্ছাসেবকের টিম গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছি আমরা।
বর্তমান সময়/আইপি