নিজস্ব প্রতিবেদক;
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচির টিকা সপ্তাহে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে ৪৪ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে থাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের এ টিকা দেওয়া হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার লক্ষে ‘বিশেষ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এলক্ষ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ১১ জানুয়ারি এই তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের সভায় অনুষ্ঠিত হয়।
সরকারের সিদ্ধান্তের অনুযায়ী বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে বাউবির ১২টি আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের ১০ হাজার ১০৮ জন শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়। দেশের বৃহৎ জনজোষ্ঠী বাউবির শিক্ষার্থী। যাদের অধিকাংশই কর্মজীবী, নারী গৃহিণী, সমাজের ঝরেপড়া এবং প্রতিবন্ধীসহ প্রান্তিক পর্যায়ের বিভিন্ন বয়সের মানুষ। ফলে তাদের টিকা গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।
বিএসডি/ এলএল