বিনোদন ডেস্ক
মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় হানা দিয়েছে করোনাভাইরাস। তাই পিছিয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এর ফাইনাল।প্রতিযোগিতায় ১৭ জন প্রতিযোগী ও কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, আগামী ৯০ দিনের মধ্যে এই প্রতিযোগিতা পুনরায় আয়োজন করা হবে। আপাতত তাদের তত্ত্বাবধানেই কর্মী ও প্রতিযোগীদের চিকিৎসা চলবে। কোভিডমুক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে যে যার বাড়ি ফিরে যেতে পারবেন।
জানা গেছে, মিস ইন্ডিয়া ২০২০ মানাসা বারাণসী-সহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী। আরও সবার মধ্যে যাতে করোনা ছড়িয়ে না পড়ে তাই ফাইনাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী ৯০ দিনের মধ্যেই এটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
গতকাল বৃহস্পতিবার পুয়েত্রা রিকোয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করোনার থাবায় বিচলিত আয়োজকরা। তাই পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল।
বিএসডি/জেজে