করোনাভাইরাস মহামারিতে ভয়াবহ সময় পার করছে ভারত। প্রতিদিন গড়ে সংক্রমণসংখ্যা প্রায় তিন লাখ। মৃত মানুষের সংখ্যাও বাড়ছে ক্রমে। এমন পরিস্থিতিতে আইপিএল স্থগিত করার অনুরোধ করলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। শুধু আইপিএল নয়, পর্দা ওঠার অপেক্ষায় থাকা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) স্থগিত করার অনুরোধ করেন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া শোয়েব।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ক্রিকেটের চেয়ে মানুষের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ, ‘ভারত ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে চালিয়ে যেতে না পারলে তাদের আইপিএল বন্ধ করা উচিত। তা না হলে ভারত যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সে বিচারে বলতে পারি, আইপিএল স্থগিত করা প্রয়োজন। পিএসএল স্থগিত হয়েছিল বলে যে আইপিএলও স্থগিত করার কথা বলছি, তা নয়। আমি মনে করি, জুনে পিএসএলও স্থগিত হওয়া উচিত।’
শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘আইপিএল গুরুত্বপূর্ণ কিছু নয়, সেখানে যে পরিমাণ টাকা খরচ করা হচ্ছে, সেটা অক্সিজেন ট্যাংক কেনার জন্য ব্যয় করা উচিত। এটা মানুষকে মৃত্যু থেকে বাঁচাবে। এই মুহূর্তে আমাদের ক্রিকেট কিংবা বিনোদনের প্রয়োজন নেই। আমরা ভারত ও পাকিস্তানে মানুষের জীবন বাঁচাতে চাই। আমি এভাবে জোর দিয়ে বলছি, কারণ মানুষের জীবন এখন সংকটের মুখে।’
ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলো রোগীদের চাহিদামাফিক অক্সিজেন সরবরাহ করতে পারছে না। কিছু জায়গায় অক্সিজেন ট্যাংক জোর করে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও গুঞ্জন সৃষ্টি করেছে। এদিকে নিজ দেশ পাকিস্তানের সুরক্ষাও ভাবাচ্ছে ৪৫ বছর বয়সী সাবেক এ পেসারকে। পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা শোয়েব বলেন, ‘পাকিস্তান খাদের কিনারে রয়েছে, আর মাত্র ১০ শতাংশ অক্সিজেন সংকুলান করা সম্ভব। কিন্তু লোকজন সঠিক সুরক্ষাব্যবস্থা মানছে না। রমজানের শেষ ১০ থেকে ১৫ দিনে কারফিউ জারির আবেদন জানাচ্ছি পাকিস্তানে। ঈদের কেনাকাটায় যাওয়ার দরকার নেই। লোকজনকে সাবধান থাকতে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’
পাকিস্তানে গতকাল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। নতুন সংক্রমণের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের বেশি। কাল এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় কমান্ড ও অপারেশনস সেন্টার (এনসিওসি)। পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আট লাখ। মৃত মানুষের সংখ্যা ১৭ হাজার ১১৭। গতকাল ভারতে সংক্রমণসংখ্যা ছিল প্রায় সাড়ে তিন লাখ। গত বছর করোনার সংক্রমণ শুরুর পর এটাই এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
শোয়েব আখতার ভারতের সংকট দেখে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন, ‘চলতি সংকট সামাল দেওয়া কোনো সরকারের পক্ষেই সম্ভব না। আমার সরকার ও ভক্তদের কাছে অনুরোধ রইল, ভারতকে সাহায্য করুন। ভারতের অনেক অক্সিজেন ট্যাংক দরকার। তাদের অক্সিজেন সরবরাহের জন্য আসুন সবাই মিলে তহবিল গঠন করি।’