ক্রীড়া ডেস্ক,
ক্রীড়াঙ্গনে একের পর এক আঘাত হানছে করোনা। তবুও থেমে নেই খেলা। চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট অলিম্পিক। এছাড়া ক্রিকেটে হচ্ছে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ। ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ ও শুরু হয়েছে ইংল্যান্ডে।
করোনা থেকে বাঁচতে নানা নিয়মনীতির বেড়াজালে খেলোয়াড় ও কোচদের আবদ্ধ করে আয়োজিত হচ্ছে এসব ক্রীড়া ইভেন্ট। তবুও যেন রেহাই দিচ্ছে না করোনা।
এবার করোনা আঘাত হেনেছে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট টুর্নামেন্টে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার শেন ওয়ার্ন। তিনি ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট প্রতিযোগিতায় লন্ডন স্পিরিট দলের প্রধান কোচ। এছাড়া লন্ডন স্পিরিট দল পরিচালন সমিতির এক সদস্যও করনায় আক্রান্ত হয়েছেন।
দ্য হান্ড্রেড প্রতিযোগিতার প্রথম ১০ দিনের মধ্যে ওয়ার্ন দ্বিতীয় কোচ, যে করোনায় আক্রান্ত হলেন। এর আগে ট্রেন্ট রকেটসের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিএসডি/আইপি