জেলা প্রতিনিধি:
করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি (৬৮) মারা গেছেন। তিনি জাতীয় মহিলা সংস্থা টাঙ্গাইল শাখার চেয়ারম্যান ছিলেন।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইল আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এলেন মল্লিক জানান, দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন মিনু আনাহলি। তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ০৯ সেপ্টেম্বর ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে এবং বিকেলে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সেখানেই দাফন সম্পন্ন করা হয়।