নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবনা ও বাস্তবায়নাধীন সার্বিক কাজের অগ্রগতি জানতে চেয়ে নিজেদের কর্মকর্তাদের চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা এ বিষয়ক একটি চিঠি সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
চিঠিতে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে। তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন কাজগুলোসহ সিদ্ধান্ত এবং সার্বিক বিষয়ের অগ্রগতি প্রতিবেদন আকারে সফটকপি এবং হার্ডকপি আবশ্যিকভাবে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রেরণ করতে হবে।