বিনোদন ডেস্ক:
গত রোববার বিকালে কলকাতায় একটি কনসার্টে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক শায়ান চৌধুরী অর্ণব। একই মঞ্চে গান পরিবেশন করেন ফসিলস, শঙ্কর মহাদেবন। দারুণ আগ্রহ নিয়ে এ অনুষ্ঠানে হাজির হন কলকাতাবাসী। আর এই অনুষ্ঠান ঘিরে বিতর্কের মুখে পড়েছেন কলকাতার গায়ক রূপম ইসলাম।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শায়ান চৌধুরী অর্ণবের গান চলাকালীন কিছু সময়ের জন্য মঞ্চের সামনে যান রূপম ইসলাম। আর তাকে দেখে হইচই শুরু করেন রূপমের ভক্তরা। আর এ ঘটনাকে অনেকের মনে হয়েছে অর্ণবকে অসম্মান করা হয়েছে। এ নিয়ে ভক্তরা নানারকম বিতর্ক তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় চলছে জোর সমালোচনা।
বিষয়টি নিয়ে নেটিজেনরা জটিলতা তৈরি করলেও এই দুই শিল্পীর মাঝে কোনো ভুল বোঝাবুঝি হয়নি। অর্ণব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন—‘অসাধারণ দর্শক। ফসিলস, ফসিলস—আর্টসেল ব্যান্ডকে কেন্দ্র করে আমরাও এমনটা করি।’
অন্যদিকে রূপমও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ঠিক কী ঘটেছিল তার বিবরণ দিয়েছেন এই গায়কের ফেসবুকে। রূপম ইসলাম বলেন, ‘আসলে গায়ক অর্ণব আমার পুরোনো বন্ধু। বহুদিনের বন্ধুত্ব। সে কারণেই আমি সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তাতেই দর্শকদের একাংশ আমাকে নিয়ে উল্লাস করে। আমি কারো অনুষ্ঠান চলাকালীন সামনে গিয়ে দাঁড়ায়নি। বাংলাদেশ থেকে এসেছেন এবং বন্ধু অর্ণব বলেই সম্মান জানাতে গিয়েলাম। পরে স্টেজ থেকেও এ কথা বলেছি।’
তা ছাড়াও সংবাদমাধ্যমটি রূপমের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু কথা হয় তার স্ত্রী রূপসার সঙ্গে। তিনি রূপমের কাজের সব দায়িত্বু পালন করেন। রূপসা বলেন, ‘রূপম নিজের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। আমার মনে হয় এই বিষয়গুলোকে এত গুরুত্ব না দেওয়াই ভালো।’
বিএসডি/কাফি