নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে জনগণের দুর্দশার নানা চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন,বাংলাদেশের সার্বভৌমত্ব এখন ‘হুমকির সম্মুুখীন’।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে ফেলানী এবং সীমান্ত শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফেলানীকে কাঁটা তারের বেড়ায় ঝুলন্ত অবস্থায় মরতে হয়েছে। আজকে সকল বিবেচনায় মনে হয়, বাংলাদেশটাও কাঁটা তারের বেড়ায় ঝুলে আছে। আজকে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন।’
১১ বছর আগে এই দিনে বাবার হাত ধরে ভারতের বঙ্গাইগাঁও গ্রাম থেকে বাংলাদেশে কলোনীটারির বাড়িতে আসার পথে ৭ জানুয়ারি ভোরে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে ভারতের ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে প্রাণ হারায় কিশোরী ফেলানী। ফেলানী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারি গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
প্রায় চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর নিথর দেহ। সেই ছবি দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর নজর কারে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অতি নিকটে শুধু সরকারেরই সমাধি হবে না, রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরও সমাধি ঘটবে।’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা অপরাধে জেল দিয়েছেন। জামিন দেন নাই। চিকিৎসা দিচ্ছেন না। যে দৃষ্টান্ত স্থাপন করছেন, অন্যরা যদি সেই পথ অনুসরণ করে তাহলে আপনার ভবিষ্যতটা কতটুকু ভয়াবহ হবে! সেই কারণে সোজা পথে আসেন-সহজ পথে চলেন।’
গুম-খুন ও ভোট চুরি নিয়ে গয়েশ্বর বলেন, ‘চৌধুরী আলম, ইলিয়াস আলীর গুমের মধ্যে দিয়ে গুমের তালিকা প্রতিদিন বাড়ছে। কমছে না। র্যাব একটা প্রতিষ্ঠান। র্যাবের কতিপয় ব্যক্তি দোষ করছেন। তাই বলে আমরা র্যাবকে দোষারোপ করছি না। একইরকম পুরো পুলিশ বিভাগ যে নষ্ট হয়ে গেছে, তা না। কতিপয় কর্মকর্তা পুলিশ বিভাগকে কলঙ্কিত করছে, প্রশ্নবিদ্ধ করছে। আস্থার জায়গা থেকে সরিয়ে নিয়েছে। ওইসব কর্মকর্তাদের যোগসাজশে যে পুলিশ জনগণের নিরাপত্তার জন্য রাতে ও দিনে পাহারা দেয়, সেই পুলিশ দিয়ে যখন ভোট চুরি করা হয় তাদের বিচারের আওতায় আনার সক্ষমতা বর্তমান সরকারের থাকার কথা না। তারা পরস্পর দোষী। তাই পরস্পর পরস্পরের পাশে থাকবে, এটাই স্বাভাবিক।’
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
বিএসডি/ এলএল