নিজস্ব প্রতিবেদক:
কাজাখস্তানে এক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে ১৬০ জনেরও বেশি নিহত হয়েছে। এছাড়া গ্রেপ্তারের শিকার হয়েছে আরও পাঁচ হাজার বিক্ষোভকারী। কাজাখ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক এ তথ্য জানিয়েছে।
কাজাখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে সহিংসতা চলাকালে যে সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় ১৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক লুটপাট হয়েছে এবং প্রায় ৪০০ গাড়ি ধ্বংস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ইরলান তুরগুমবায়েভ বলেছেন, ‘আজ দেশের সব অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে ফিরিয়ে আনতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত আছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিজ্ঞাসাবাদরে জন্য মোট পাঁচ হাজার ১৩৫ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভের ঘটনায় ১২৫টি পৃথক তদন্ত চলছে।
বিএসডি /আইপি