আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইতালির একটি বিমান লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বৃহস্পতিবার ইতালির সামরিক বাহিনীর ওই বিমান কাবুল বিমানবন্দর থেকে উড়ার পরই লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে নিশ্চিত করা হয়েছে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলেছে, বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইতালীয় সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে।
তবে এ ঘটনায় বিমানের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী আফগান নাগরিকদের পরিবহনকারী ওই বিমানে হামলার দায়ও স্বীকার করেনি।
বিমানটির যাত্রী ইতালীয় এক সাংবাদিক সংবাদমাধ্যম স্কাই২৪টিজিকে বলেছেন, ইতালির ওই বিমানে প্রায় ১০০ বেসামরিক আফগান নাগরিককে পরিবহন করা হচ্ছিল। কাবুুল থেকে উড্ডয়নের পরই বিমানটি লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে।
বিএসডি/এ এ