স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাবুল বিমানবন্দরের একটি ফটকের বাইরে বোমা হামলা হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাও রয়েছেন। হামলার নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে ১৫ সদস্যের এ পরিষদ এ কাজে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রুপার্ট কোলভিলে বলেছেন, বিমানবন্দরে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে এ প্রাণঘাতী হামলার লক্ষ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা। বেসামরিক, শিশু, নারী, মা-বাবা সবাইকে মারতে চেয়েছিল তারা।
বিভিন্ন দেশের নেতারাও এ হামলার নিন্দা জানিয়েছেন। হামলার নিন্দা জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, এটা কাপুরুষোচিত ও অমানবিক হামলা। কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। তিনি বলেন, আফগানিস্তান ও এর বাইরে সন্ত্রাসবাদের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন একে ‘বর্বর’ হামলা আখ্যায়িত করেছেন। হামলার নিন্দা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিসর, জর্ডানসহ অনেক দেশ।
বিবিসি বলেছে, বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জন হয়েছে বলে আফগানিস্তানের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। নিহত ব্যক্তিদের অধিকাংশই আফগান বেসামরিক নাগরিক। অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসদস্যের পাশাপাশি দুই ব্রিটিশ এবং এক ব্রিটিশের শিশুসন্তান নিহত হয়েছে। এদিকে আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ১৩ মার্কিন সেনা ছাড়াই নিহতের সংখ্যা বেড়ে ১৭০ হয়েছে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে তালেবান নিষেধ করায় ওই কর্মকর্তারা নিজের নাম প্রকাশ করতে চাননি। হামলায় আহত হয়েছেন অন্তত ২০০ জন। এর বাইরে যুক্তরাষ্ট্রের আরও ১৫ সেনা আহত হয়েছেন। নিহত আফগান বেসামরিকদের মধ্যে বেশ কয়েকজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে।
আফগানিস্তানে ২০১১ সালের পর এক দিনে সর্বোচ্চ মার্কিন সেনা হতাহতের রেকর্ড হয়েছে বৃহস্পতিবার। দুই দশকের এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৪০০-এর বেশি সেনা নিহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। বৃহস্পতিবারের হামলায় আহত সেনাদের চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা তোমাদের খুঁজে বের করব এবং তোমাদের এর মূল্য দিতে হবে।’ তিনি বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে এবং কেউ যদি আমেরিকার ক্ষতি করতে চাও জেনে রেখো, আমরা ক্ষমা করব না; আমরা ভুলে যাব না।’ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনাকে হৃদয়বিদারক বলেছেন।
বিএসডি/এএ