নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় থাকা দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছে।
শনিবার (১০ জুলাই) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জুলাই) সকালে আব্দুল মতিন (৪০) ও শুক্রবার (৯ জুলাই) রাতে তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়না (৩২) মারা যান। বিস্ফোরণে আহত ময়নার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও বলেন, আবদুল মতিনের শরীরের ৯২ শতাংশ দগ্ধ ছিল। তাদের মেয়ে মাইশার (৯) শরীরের ৪২ শতাংশ ও আয়েশার (৫) শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ জুলাই) ভোরে কামরাঙ্গীর চর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আব্দুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার, মেয়ে মায়েশা, আয়েশা এবং ভাগ্নে আবুল খায়ের রায়হান (২৫) আহত হন। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢাকা/ সাজ্জাদ