অনলাইন ডেস্ক,
মহামারি করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল সোমবার (৯ আগস্ট) থেকে ওমরাহ’র জন্য বিদেশি মুসল্লিদের আবেদন জমা নেওয়া হবে বলে জানিয়েছে সউদী আরব। শুধু কোভিড-১৯ টিকাপ্রাপ্তরাই ওমরাহ’র জন্য আবেদন করতে পারবেন। আজ রোববার সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সউদী প্রেস এজেন্সি’র (এসপিএ) খবরে এ কথা জানানো হয়।
এসপিএ জানায়, শুরুতে মাসে বিদেশ থেকে ৬০ হাজার করে ওমরাহ পালনকারীকে অনুমোদন দেওয়া হবে।
সউদী আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান, বিদেশিদের ক্ষেত্রে ওমরাহ’র আবেদনের সঙ্গে কোভিড-১৯ টিকা প্রাপ্তির সনদ যুক্ত করতে হবে। তাছাড়া যেসব দেশে থেকে সউদী আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আছে সেসব দেশের টিকাপ্রাপ্তদের বেলায় সউদী আরবে পৌঁছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে।
সূত্র : আল জাজিরা