ক্রীড়া ডেস্ক,
চলতি মাসের ২৮ তারিখ কিরগিজস্তানে শুরু হতে যাওয়া তিন জাতি আসরে খেলতে দেশ ছেড়েছে জেমি ডের বাংলাদেশ ফুটবল দল। গতকাল রাত দেড়টার দিকে ২৮ সদস্যের বহর নিয়ে কিরগিজস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ে জামাল ভুঁইয়ারা।
মঙ্গলবার বিকেলে ঘোষিত স্কোয়াডে থাকা বসুন্ধরার ৮ ফুটবলার মালদ্বীপ থেকে প্রথমে দেশ ফিরে পরে আসরটির উদ্দেশ্যে রওয়ানা হবেন। তবে স্কোয়াডে থাকা মাশুক মিয়া জনি ইনজুরিতে পড়ায় তার জায়গায় যাচ্ছেন স্ট্রাইকার সুমন রেজা।
প্রথমবারের মত দলে ডাক পাওয়া দুই প্রবাসী নাইব মোহাম্মদ তাহমিদ ইসলাম ফ্রান্স এবং রাহবার ওয়াহেদ খান কানাডা থেকে জামাল ভুইঁয়াদের সঙ্গে যোগ দিবেন। একদিন আগে ২৬ আগস্ট কিরগিজস্তান চলে গেছেন ফিটনেস কোচ ইভান রাজলোভ।
অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কিরগিজস্তানে আযোজিত হচ্ছে তিন জাতির এ আসরটি। সেখানে ফিলিস্তিন, কিরগিস্তান ও কিরগিস্তান অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আসরে জামালরা ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর লড়বে দলগুলোর বিপক্ষে। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত সাড়ে আটটায়।
বাংলাদেশ স্কোয়াড: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও মিতুল মারমা, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, আতিকুজ্জামান, মাসুক মিয়া জনি, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেইন, তাহমিদ ইসলাম, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।
বিএসডি/এএ