কুবি প্রতিবেদক,
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ প্রোগ্রাম ‘লিডিং অ্যা জেনারেশন টু চেন্জ দ্যা ওয়ার্ল্ড’ এই স্লোগানে তৃতীয় আসরের মেম্বার রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
ইতিমধ্যেই ক্যাম্পাস রাউন্ড পরিচালনার জন্য অর্গানাইজিং কমিটির মেম্বার রিক্রুটমেন্ট এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা শেষ হবে আগামী ১৯ জুলাই, ২০২১।
২০২১-২২ বর্ষের হাল্ট প্রাইজ প্রোগ্রামের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের নৃবিজ্ঞান বিভাগের আসমা আক্তার মুক্তা।
তিনি বলেন, “হাল্ট প্রাইজ একটা আন্তর্জাতিক প্রোগ্রাম যেটি তৃতীয় বারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করার কার্যক্রম শুরু করেছি। গত দুই বছরের ন্যায় এইবছর ও এই প্রোগ্রামটিকে ক্যাম্পাসে সফলতায় রূপ দিতে আমি আশাবাদী। প্রতিযোগিতার অংশ হিসেবে ক্যাম্পাসের নতুন কমিটি গঠন খুব গুরুত্বপূর্ণ একটি কাজ তাই অর্গানাইজিং কমিটি রিক্রুটমেন্ট প্রসেস আমরা শুরু করে দিয়েছি।
এখানে মেম্বার রিক্রুটমেন্ট করা হবে যে কয়টি বিভাগে, ডিজাইন এন্ড ইনফোগ্রাফিক, ডকুমেন্টেশন এন্ড ক্রিয়েটিভ রাইটিং, ফাইন্যান্স এন্ড কর্পোরেট, জাজেজ এন্ড পার্টিসিপেন্ট ম্যানেজমেন্ট, মিডিয়া , ব্রান্ডিং এন্ড প্রোমোশন, ইভেন্ট ম্যানেজমেন্ট ।
এছাড়াও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে হাল্ট প্রাইজ প্রোগ্রামের ক্যাম্পাস রাউন্ড শেষ করারও পরিকল্পনা রয়েছে আর এই ক্যাম্পাস রাউন্ডের আবেদন প্রক্রিয়া সেপ্টেবর থেকে নভেম্বর এর প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।
উল্লেখ্য , শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রোগ্রাম এবং প্রতি বছর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিশ্বের এমন একটা সামাজিক সমস্যা কে তুলে ধরেন যেটি বিলিয়ন বিলিয়ন মানুষের উপর প্রভাব ফেলে। আর এই প্রতিযোগিতায় তিনি সেই চ্যালেঞ্জটি প্রতিযোগিদের উদ্যেশ্যে চূড়ে দেন। তিন থেকে চার সদস্যের এক একটি প্রতিযোগী দল সেই সামাজিক সমস্যা গুলো সমাধান এর জন্য ভিন্ন ভিন্ন সামাজিক উদ্যোগের উদ্ভাবনী ধারণা তৈরি করে।
কুবি/হুমায়রা/সাজ্জাদ