কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
কুমিল্লার মেয়র মো. মনিরুল হক সাক্কুর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে মেয়র সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা সিটি করপোরেশনের সব কাউন্সিলরসহ নগরবাসী এক হয়েছি। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে মেয়র সাক্কু আরও বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তা হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।
এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, মঞ্জুর কাদের মনি, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকালে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে। এ সময় আরও চারজন গুলিবিদ্ধ হন।