নিজস্ব প্রতিবেদক,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’ এর অর্থায়নে ৩২টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
রবিবার (৮ আগস্ট) দুপুরে ২০ শয্যা কোভিড-১৯ আইসোলেশন ইউনিটের জন্য উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. জাকির হোসেন এর পরিচালনায়।
এ সময় উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ইউএসএ ইনক সংগঠনকে করোনাকালীন সময়ে মানবতার কল্যাণে সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা জানান। তিনি সিলিন্ডারের পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দদের অক্সিজেন রিফিল করার ব্যবস্থা গ্রহণে সহযোগিতারও অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ইতিমধ্যে কুলাউড়া উপজেলা পরিষদ থেকে করোনা ইউনিটের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বিনা চিকিৎসায় যাতে কেউ মারা না যায় সেদিকে আমাদের সবাইকে সকলের অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা এনামুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
অনুষ্ঠানে ইউএসএ ইনক’র সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল তাদের প্রদত্ত ৩২টি সিলিন্ডারে অক্সিজেন রিফিল করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
বিএসডি/আইপি