নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) কুড়িগ্রাম-চিলমারী সড়কে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুসা মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেনসহ আইনজীবী নেতারা বক্তব্য রাখেন। তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ও দুস্কৃতকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে জেলা যুবলীগের উদ্যোগে একই দাবিতে শহরে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, মোস্তাফিজার রহমান সাজু, জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল।
এছাড়াও ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, কবি জ্যোতি আহমদ, প্রতীমা চৌধুরী ও দুলাল বোস প্রমুখ।
বিএসডি /আইপি