ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, আধপাকা টিনশেডের ওই ছয়টি ঝুটগুদাম ওই এলাকায় শাহ আলমের মালিকানাধীন। গুদামগুলো ভাড়া নিয়ে বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া, আবদুর রউফসহ কয়েকজন ঝুট ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি গুদামগুলোতে দুপুরে আগুন লাগার পর এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর মিনি (ডিবিএল) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে ঝুটগুদামগুলোতে থাকা ঝুট মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ওই ঝুটগুদামগুলোতে থাকা গার্মেন্টসের ঝুটের মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিএসডি/ এলএল