সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন লাপাদুলা।ছবি: রয়টার্স
কোপা আমেরিকায় আজ ‘বি’ গ্রুপ থেকে ইকুয়েডরের বিপক্ষে হার এড়িয়েছে পেরু। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র আদায় করে নেয় দলটি। এতে দুই দলেরই কোয়ার্টার ফাইনালে ওঠার পথ খোলা রইল।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপে তৃতীয় পেরু। তাদের সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর।
এবার কোপা আমেরিকায় ইকুয়েডর এখনো জয়ের মুখ দেখেনি। শক্তির নিক্তিতে দুই দলের মধ্যে গতবার ফাইনালে ওঠা পেরুই এগিয়ে।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ প্রতিযোগিতায় পেরু দুবারের চ্যাম্পিয়ন। ইকুয়েডর এখনো শিরোপার মুখ দেখেনি।
প্রথমার্ধের ৩৪ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পেরু। তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার রেনাতো তাপিয়া আত্মঘাতী গোলটি করেন। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফ্রি-কিক থেকে ফরোয়ার্ড আয়াতন প্রিসাইয়াদোর গোলে ব্যবধান ২-০ করে ইকুয়েডর।
বিরতির পর ঘুরে দাঁড়ায় পেরু। ৪৯ মিনিটে পেরুর হয়ে গোল করেন স্ট্রাইকার জিয়ানলুকা লাপাদুলা।
ইতালিয়ান বাবা ও পেরুভিয়ান মায়ের সৌজন্যে আন্তর্জাতিক ময়দানে পেরুর পাশাপাশি ইতালিরও প্রতিনিধিত্ব করেছেন ৩১ বছর বয়সী বেনেভেন্তো স্ট্রাইকার। নিজে গোল করার ৫ মিনিট পর আন্দ্রে কারিল্লোকে দিয়েও গোল করান লাপাদুলা।
পেরু ও ইকুয়েডর দুই দলই গ্রুপপর্বে এখনো একটি করে ম্যাচ খেলবে। কোপা আমেরিকায় দুই গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। দুই গ্রুপ থেকে চারটি করে দল নাম লেখাবে কোয়ার্টার ফাইনালে।